সোনার বাংলার রূপালী জেলা । নেত্রকোণা জেলার অন্যতম বৃহৎ থানা কেন্দুয়া দক্ষিণ পশ্চিম পান্তে প্রাকৃতিক দানে সমৃদ্ধ ধনে ধান্যে পুষ্পে ভরা একটি ইউনিয়ন রোয়াইলবাড়ী আমতলা । ইতিহাসের পাতায় স্থান পায় রয়াল বাড়ীর নাম"ঐতিহাসিক রোয়াইলবাড়ী" নামে। রোয়াইলবাড়ী ঐতিহাসিক স্মৃতি দর্শনে ভাবুক মন হারিয়ে যায় ভাবনার সাগরে । নিভৃত পল্লীর অবহেলিত কবি শাহেদ আলী রচনা করেন "রোয়াইলবাড়ী স্মৃতি কথা" তারই কন্ঠে শুনতে পাই -
"আসো নাকো তাড়াতাড়ি ০ যাবে যদি রোয়াইলবাড়ী,০ সেথায় জড়িত আছে পুরাতন কীর্তিসবার হৃদয়-মন দেখে তার স্মৃতি । ০ মাটির নিচেতে আছে বিরাট দালান ০ স্থানে স্থানে রহিয়াছে কত পুরাশান, ০ চার দিকে রাখিয়াছে পরিখা কাটিয়া। ০ মহর পুস্করণী রাখিয়াছে খনন করিয়া । ০ বড় বড় বৃক্ষ কত আছে সারি সারি ০ পাখি সব উড়িতেছে কিচি-মিচি করি , ০ আর ও কত কিছু লোক মুখে শুনি ০ তালাশিলে পাওয়া যায় ফটিকের টনি । ০ সন্ধানেতে আরও কত পাওয়া যায় দেখা ০ পার্শ্ব গাহি রহিয়োছে সুতি নদীর শাখা ,০ চারিদিকে পথ কত বইছে আঁকে বাঁকে ০ কুড়ুয়া দিচ্ছে হাঁক বইসা বট শাখে । ০ বুঝিয়া সেই বাড়ির অপূর্ব শান ০ এলাকায় যত উলামায়ে কেরাম ০ ধর্মীয় প্রতিষ্ঠান হেথায় করিল স্থাপিত ০ ইহাতে এলাকবাসী কতই না হিত । ০ দিন রাত শোনা যায় কোরানের বাণী ০ পঞ্চবারে শোনা যায় আযানের ধ্বনি , ০ প্রস্ফুটিত ফুলের সেরূপ চলে যায় সৌরভ ০ এলাকাবাসীর তত বাড়িত গৌরব । "
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস