Wellcome to National Portal

“স্বাগতম ” ১২নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদ, কেন্দুয়া, নেত্রকোণা।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন ও ডিজিটার সেন্টারের সরঞ্জামাদির তালিকা

সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।

জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।

বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।

 

 যে কোন প্রকার কম্পিউটার কম্পোজ , হাইকোট ও সুপ্রিমকোর্টের মামলার অবস্থান জানতে পারবেন ।

 

সরঞ্জামাদির  তালিকা:

১। ডেক্সটপ    ২টি

২। প্রিন্টার     ৩টি

৩। প্রজেক্টর স্কীন সহ   ১টি

৪। ল্যাপটপ      ২টি

৫। মডেম      ১টি

৬। ফটোকপি   ১টি

৭। স্ক্যানার     ১টি

৮। সোলার প্যানেল ১ টি


ইউনিয়ন পরিষদের সেবা সমূহঃ

১) অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী গ্রহণ।

২) স্বাস্থ্য সেবা।

৩) ধর্মীয় সেবা ।

৪) সুপেয় পানির ব্যবস্হা ।

৫) সরকারী সম্পদ রক্ষানাবেক্ষন।

৬) জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশান সনদ, নাগরিক সনদ, চারিত্রিক সনদসহ বিভিন্ন প্রকার সার্টিফিকেট প্রদান।

৭) হোল্ডিং প্লেট স্থাপন।

৮) বাল্যবিবাহ নিরোধ।

৯) ভি,জি,এফ/ ভি,জি,ডি।

১০) যোগাযোগ ব্যবস্হার উন্নয়ন ।

১১) বিভিন্ন প্রকার লাইসেন্স প্রদান ।

১২) সকল ধরণের শুমারী পরিচালনা ।

১৩) বিধবা,বয়ষ্ক,প্রতিবন্ধী,মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন ভাতা প্রদান ।

১৪) পাচার নিরোধ ।

১৫) ডিজিটাল সেন্টারের মাধ্যমে সকল ডিজিটাল প্রযুক্তির সেবা প্রদান।

১৬) সকল দেশের ভিসা চেক।

১৭) অনলাইনের সকল প্রকার  সেবা প্রদান করা হয়।

১৮) ই-নামজারি আবেদন।

১৯) ভূমি সেবা।

২০) অনলাইন খতিয়ান এর আবেদন।

সরকারি সেবাসমূহ : 

* বিভিন্ন সরকারি ফরম, 

* পাবলিক পরীক্ষার ফলাফল,

* অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, 

* অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, 

* ভিজিএফ-ভিজিডি তালিকা,

* নাগরিক সনদ প্রভৃতি।

বেসরকারি সেবাসমূহ :

* ছবি তোলা, 

* স্ক্যান, 

* ফটোকপি, 

* অনলাইনে ভিসা চেক,

* ই-মেইল, ইন্টারনেট সেবা ইত্যাদি। 

বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।

 * যে কোন প্রকার কম্পিউটার কম্পোজ , হাইকোট ও সুপ্রিমকোর্টের মামলার অবস্থান জানতে পারবেন ।

ধন্যবাদ, ১২নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদ, কেন্দুয়া, নেত্রকোণা।