Wellcome to National Portal

“স্বাগতম ” ১২নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদ, কেন্দুয়া, নেত্রকোণা।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নতুন নিয়মে জন্ম নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্রাধি বাধ্যমূলক ভাবে দেয়া প্রসঙ্গে।
বিস্তারিত

http://bdris.gov.bd/ থেকে প্রাপ্ত


নতুন সিস্টেম এ জন্মও মৃত্যু নিবন্ধন নিচের কাগজ গুলো বাধ্যতামূলক ভাবে প্রদান করতে হবে জন্ম নিবন্ধন আবেদন বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও বিষয়াদির বিবরণঃ


#বয়স ০ হতে ৪৫ দিন হলে


*ইপিআই(টিকার)কার্ড

*পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র কার্ড।

*বাসার হোল্ডিং নাম্বার ও চৌকিদারি নাম্বার।

*আবেদনকারী/অভিভাবকের মোবাইল নাম্বার।

*ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজের ছবি।


#বয়স ৪৬ দিন হতে ৫বছর হলে

*ইপিআই(টিকার)কার্ড

*স্বাস্থ্য কর্মীর প্রত্যয়ন পত্র।

*পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র কার্ড।

*বাসার হোল্ডিং নাম্বার ও চৌকিদারি নাম্বার।

*আবেদনকারী/অভিভাবকের মোবাইল নাম্বার।

*ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজের ছবি।


#বয়স ৫ বছরের অধিক হলে

*শিক্ষাগত যোগ্যতার সনদপত্র(পিএসসি,জেএসসি,এসসি)শিক্ষা যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারী হাসপাতালের এমবিবিএস ডাক্তারের প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমের ৭ এর ১নং কলামে স্বাক্ষরসহ সীল মোহর।

*উলেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ বা এর পর সে ক্ষেত্রে পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক।

*যাহাদের জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে সেই ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র বাধ্যতা মূলক।

*যদি জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে এবং পিতা-মাতা মৃত্যু হলে মৃত্যু সনদপত্র বাধ্যতামূলক।

*যাহাদের জন্ম ০১/০১/২০০১ এর পরে তাহাদের পিতা-মাতা মৃত্যু হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহন এরপর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহন উভয় সনদ আবেদনপত্রের সহিত দাখিল করতে হবে।

*বাসার হোল্ডিং নাম্বার ও চৌকিদারি দাখিলা।

*আবেদনকারী/অভিভাবকের মোবাইল নাম্বার।

*ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজের ছবি।


#আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্টপত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ইউপি সদস্য/ইউপি সদস্যা কর্তৃক সত্যায়িত করতে হবে।

#আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্টপত্র আবেদন জমা দেওয়ার সময় মূলকপি প্রদর্শন করতে হবে।

#উপরুক্ত চাহিত ডকুমেন্ট ছাড়া আবেদন কোন প্রকার গ্রহনযোগ্য নয়।

 



বিস্তারিত জানতে যোগাযোগ করুন:



ফয়সাল ভূঞা

উদ্যোক্তা

১২নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদ

কেন্দুয়া, নেত্রকোণা।

মোবাইল: +8801720247423

ডাউনলোড
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/08/2024
আর্কাইভ তারিখ
01/01/2025

ধন্যবাদ, ১২নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদ, কেন্দুয়া, নেত্রকোণা।