Wellcome to National Portal

“স্বাগতম ” ১২নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদ, কেন্দুয়া, নেত্রকোণা।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশেষ অর্জন

কেন্দুয়া উপজেলা


কেন্দুয়া উপজেলা

রোয়াইলবাড়ি দুর্গ অভ্যন্তরে বার দুয়ারী ঢিবি

রোয়াইলবাড়ি দুর্গ অভ্যন্তরে বার দুয়ারী ঢিবি

কেন্দুয়া ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত

কেন্দুয়া

কেন্দুয়া

বাংলাদেশে কেন্দুয়া উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩৯′১″ উত্তর ৯০°৫০′৩৩″ পূর্ব উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশ বাংলাদেশ
বিভাগ ময়মনসিংহ বিভাগ
জেলা নেত্রকোণা জেলা
 • মোট ৩০৩.৬০ বর্গকিমি (১১৭.২২ বর্গমাইল)
 • মোট ৩,১৪,৪৫০
 • জনঘনত্ব ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
 • মোট %
সময় অঞ্চল বিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৭২ ৪৭
ওয়েবসাইট প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

কেন্দুয়া উপজেলা বাংলাদেশের নেত্রকোণা জেলার একটি প্রশাসনিক এলাকা।

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

এই উপজেলার উত্তরে নেত্রকোণা সদর উপজেলাআটপাড়া উপজেলা, দক্ষিণে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা, পূর্বে মদন উপজেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলাগৌরীপুর উপজেলা

ইতিহাস[সম্পাদনা]

বর্তমান কেন্দুয়া পার্শ্ববর্তী কামরূপ রাজ্যর ইকলিম মোয়াজ্জমাবাদ পরে নাসিরুজ্জিয়াল পরগনাভূক্ত ছিল। সম্রাট আকবারের সময়কালে এ অঞ্চল সরকার বাজুহা নামে পরিচিত ছিল।

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নেত্রকোণা জেলার দশটি থানার মধ্যে ঐতিহ্যবাহী থানা এই কেন্দুয়া। ভৌগোলিক অবস্থার বিচারে কিশোরগঞ্জময়মনসিংহ জেলার সীমানাকে বুকে ধারণ করে নিজ জেলাসহ তিনটি জেলার ভাষা, কৃষ্টি, সভ্যতায় কেন্দুয়া আরও মহিমান্বিত হয়েছে। কেন্দুয়া নামকরণে ইতিহাস থেকে যতটুকু জানা যায়, ঐতিহ্যবাহী রোয়াইলবাড়ী ও জাফরপুরে অবস্থানরত শাসক ও সেনানীদের ঐতিহ্য রক্ষার্থে এবং গোগবাজারে প্রসিদ্ধ পাট ক্রয় কেন্দ্র গড়ে উঠায় বিদেশী ব্যবসায়ীদের আনন্দ ফুর্তির জন্য মুঘল যুগে দিল্লী-লক্ষ্ণৌ হতে বাঈজীরা এসে আজকের থানা সদর থেকে ১ কি.মি. উত্তরে সবুজ গাঁয়ে বাসস্থান গড়ে তুলে। ফরাসীরা এ অঞ্চলে আগমণ করে-বাঈজীদের এ স্থানটিকে ‘কান্দওয়া’ বলে সম্বোধন করে। কান্দওয়া শব্দটি ফার্সী এবং এর বঙ্গার্থ সবুজ ভূমি, ‘ওয়া’ শব্দটি সম্বোধন শব্দ। সেই ফার্সী ‘কান্দওয়া’ থেকে উচ্চারণ বিভ্রাটে কেন্দুয়া নামের উদ্ভব। বাঈজীরা সঙ্গীত ও জলসায় আগত অতিথিদের সাথে অর্থের বিনিময়ে চুক্তি করত। পরবর্তীতে চুক্তির ফার্সী শব্দ ‘পুণ’ সংযোজিত হয়ে ‘পূণকান্দওয়া’ নামে স্থানটি পরিচিত হয়, যা থেকে আজকের পণ কেন্দুয়া গ্রামের উদ্ভব।

সাংস্কৃতিক ঐতিহ্য[সম্পাদনা]

নদী-নালা, খাল বিল, হাওড়, ঝিলে পূর্ণ কেন্দুয়ার প্রকৃতি এ অঞ্চলের মানুষকের করেছে গায়ক, সাধক, কবি; ফলে এ অঞ্চলের মানুষের মুখেই সৃষ্টি হয়েছে জারী, সারি, ভাটিয়ালী, কবিগান, কিসসা, পালাগান, যাত্রা, ঢপযাত্রা, ঘাটুগান, গাজীর গান, ধামালী গীত, গাইনের গীত আরও বিভিন্ন ধরনের গান।

ভৌগোলিক তথ্য[সম্পাদনা]

সূতী সাইঢুলি নদী, কইজানী সিংগুয়া নদী পাটেশ্বরী নদী , রাজী খাল, বগাজান বিল'সাকুয়া বিল,নেইট্টা বিল ইত্যাদি উল্লেখযোগ্য জলাভূমি।

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

কেন্দুয়ার মোট জনসংখ্যা ৩,১৪,৪৫০ জন; যার মধ্যে পুরুষ ১,৬৪,৫৯৮ জন ও মহিলা ১,৪৯,৮৫২ জন।[২]

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

কেন্দুয়া উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন রয়েছে, এবং ৩০৪ টি গ্রাম রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম কেন্দুয়া থানার আওতাধীন।[৩]

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

এ উপজেলায় ২২০টি মৌজা এবং ৩০৪টি গ্রাম রয়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠান[সম্পাদনা]

মসজিদ ৫৫০ টি
আশ্রম ০৩ টি
মন্দির ২৬ টি
শ্মশান ০৫ টি

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ ৬ টি
মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ২০ টি
নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ৭ টি
মাদ্রাসা ১৮ টি
সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮৭ টি
রেজিঃ বেসঃ প্রাঃ বিদ্যালয় ৭৪ টি
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ১০টি
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ৫০টি
কিন্ডারগার্টেন ১০+

কলেজ[সম্পাদনা]

  • কেন্দুয়া সরকারি কলেজ, সদর
  • পারভীন সিরাজ মহিলা কলেজ, সদর
  • সান্দিকোনা স্কুল এন্ড কলেজ, সান্দিকোনা
  • গোপালপুর মডেল কলেজ
  • শামছুদ্দিন বি.এম কলেজ
  • মৌলানা মোহাম্মাদ আলী সিদ্দিকী কলেজ,মজলিশপুর

কারিগরী[সম্পাদনা]

ক্রমিক নং নাম প্রতিষ্ঠাকাল
1 বানেটেক কারিগরি স্কুল এন্ড কলেজ

মাধ্যমিক বিদ্যালয়[সম্পাদনা]

ক্রমিক নং নাম প্রতিষ্ঠাকাল
1 কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় ১৮৩২
2 সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৮৩
3 নওপাড়া উচ্চ বিদ্যালয় ১৯১৮
4 শহীদ স্মৃতি বিদ্যপীঠ
5 গগডা উচ্চ বিদ্যালয়
6 জয়কা সাতাশী উচ্চ বিদ্যালয়
7 গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়
8 বিদ্যবল্লভ রওশন এজদানী একাডেমী
9 বাশাটি উচ্চ বিদ্যালয়
10 আশুজিয়া জে, এন, সি, শিক্ষাপ্রতিষ্ঠান
11 গোপালপুর উচ্চ বিদ্যালয়
12 নোয়াদিয়া একতা উচ্চ বিদ্যালয়
13 বৈখরহাটি নরেন্দ্র কান্ত উচ্চ বিদ্যালয়
14 রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয় ১৯৭৩
15 সাজিউড়া উচ্চ বিদ্যালয়
16 সায়মা-শাহ্‌জাহান একাডেমী
17 সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৯১২
18 গন্ডা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ০১-০১-১৯৬৮

প্রাথমিক বিদ্যালয়[সম্পাদনা]

ক্রমিক নং নাম প্রতিষ্ঠাকাল খ্রীঃ
1 আশুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
2 ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩৮
3 মিয়ারগাতী রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়।
4 দিগদাইর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়।
5 দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
6 বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৩৮
7 গৌরীগোপালপুর ফিরোজা রেজি: প্রাথমিক বিদ্যালয়
8 ১১নং উজিয়ালপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়।
9 কাশীপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৯৭২
10 কাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
11 মোজাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
12 ৭৩ নং নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
13 গগডা সরকারি প্রাথমিক বিদ্যালয়
14 পালড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়।
15 পূর্বরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩৮
16 পেড়ীরচর অস্থায়ী রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়
17 রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
18 সাখড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
19 সরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
20 রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
21 গন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৩৫
22 কাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯০৯

জাতীয়করণ ০১/০৭/১৯৭৩

23 মরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩৮
24 জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭০
25 গোগ জাগরনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৮৩
26 সান্দিকোনা ক্লাস্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩৮
27 কালিয়ান রেজি: প্রাথমিক বিদ্যালয়। ১৯৯২
28 টিপ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়
29 বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
30 বেলাটী সরকারি প্রাঃ বিঃ ১৯৬৮
31 কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৬৮
32 কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৮৯২
33 জুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩৭
34 নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩৮
35 দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩৮
36 পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
37 আউজিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
38 দিগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
39 বান্দনাল সরকারি প্রথমিক বিদ্যালয়
40 বিদ্যবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়
41 ভড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
42 বিষ্ণুপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়
43 বাশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
44 রাঘবপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়
45 পালড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
46 গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
47 সরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
48 বলাইশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
49 কচন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
50 লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯২৬
51 কুমরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
52 পিজাহাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
53 রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
54 রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
55 রঘুনাথপুর সঃপ্রাঃবিদ্যাঃ
56 কৃষ্ণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
57 হাসুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
58 রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
59 সিংহেরগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়
60 ভগবতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
61 আশুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
62 ঘোষখিলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
63 মিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
64 কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
65 চাঁন্দপাড়া আলীম উদ্দিন মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়
66 নগুয়া সুরুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
67 উত্তর রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
68 দিগর সহিলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
69 রোয়াইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
70 আশুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
71 আ: কদ্দুছ নোয়াদিয়া রেজি: প্রাথমিক বিদ্যালয়
72 আদর্শ শিশু বিতান রেজি: প্রাথমিক বিদ্যালয়
73 আছিয়া ও রাহিলা রেজি: প্রাথমিক বিদ্যালয়।
74 বেলাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়
75 দুল্লী রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৯৯১
76 ১১নং উজিয়ালপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়।
77 কুমরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
78 রাজিবপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়।
79 রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
80 বালুচর মডেল সরকারি প্রাঃ বিঃ ১৯৩৮
81 ওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়

চিথোলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯৩৮ 83 কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাদ্রাসা[সম্পাদনা]

ক্রমিক নং নাম প্রতিষ্ঠাকাল
1 কেন্দুয়া আশরাফিয়া হোসাইইয়া দাখিল মাদ্রাসা ১৯৭৩
2 টিপ্রা হুসাইনিয়া নূরুল উলুম মাদ্রাসা ২০০২
3 বাঘবেড় এবতেদায়ী মাদ্রাসা ২০০০
4 কাউরাট দাখিল মাদ্রাসা ১৯৭৬
5 মনকান্দা এম ইউ আলীম মাদ্রাসা
6 আলহাজ্জ্ব আতিক আম্বিয়া দাখিল মাদ্রাসা
7 গগডা মোজাফরপুর দাখিল মাদ্রাসা
8 মাদ্রাসা ভড়াপাড়া ফাজিল মাদ্রাসা
9 ওয়াই দাখিল মাদ্রাসা
10 শিবপুর বাউশারী দাখিল মাদ্রাসা
11 রাজঘাট ডি.ইউ.আলীম মাদ্রাসা
12 তেতুলিয়া আলহেলাল দাখিল মাদ্রাসা

প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়[সম্পাদনা]

ক্রমিক নং নাম ও ঠিকানা বৈশিষ্ট্য
1 আদর্শ শিশু বিতান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউপি চত্বর, সেন্টার। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী
2 কোয়ালিটি লার্নার্স স্কুল, কোর্ট রোড। প্লে থেকে পঞ্চম শ্রেণী
3 ল্যাবরেটরি স্কুল, ইউপি গেট, কোর্ট রোড, সেন্টার। প্লে থেকে পঞ্চম শ্রেণী
4 হলি চাইল্ড প্রি-ক্যাডেট স্কুল, শান্তিবাগ।
5 আনন্দ বিদ্যা নিকেতন, শান্তিনগর।
6 আশ-শা-ফা ইসলামী কিন্ডার গার্টেন, কোর্ট রোড, আরামবাগ।
7 ঝঙ্কার শিল্পী গোষ্ঠী, সেন্টার। গানের স্কুল, সাংস্কৃতিক সংগঠন।

অর্থনীতি[সম্পাদনা]

যোগাযোগ ব্যবস্থা [৪][সম্পাদনা]

কেন্দুয়া উপজেলায় ৬৭.২২ কিলোমিটার রাস্তা পাকা ও ৩৯৯.৭৯ কিলোমিটার রাস্তা কাঁচা। [৪]

কেন্দুয়া উপজেলা পরিষদ থেকে বিভিন্ন ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা [৪]
কেন্দুয়া টু নেত্রকোণা,কেন্দুয়া টু আঠারবাড়ী ভায়া কিশোরগঞ্জ, ময়মনসিংহ আন্ত জেলা রাস্তা পাকা
কেন্দুয়া টু তাড়াইল ভায়া চিরাং রাস্তা পাকা
কেন্দুয়া টু মদন জিসি ভায়া গোগ বাজার রাস্তা পাকা
সান্দিকোণা আরএন্ড এইচ বসুর বাজার রাস্তা কাঁচা
সাহিতপুর জি.সি টু সোহাগী জি.সি. রাস্তা পাকা
কেন্দুয়া নেত্রকোণা আর এন্ড এইচ রামপুর বাজার বেখৈরহাটী জি.সি. রাস্তা পাকা
কেন্দুয়া নেত্রকোণা আর এন্ড এইচ রামপুর বাজার তেলিগাতী জি.সি. রাস্তা পাকা
বেখৈরহাটী জি.সি. টু মদনপুর জি.সি. রাস্তা কাঁচা
চিরাং জি.সি সাহিতপুর জি.সি. ভায়া রোয়াইলবাড়ী রাস্তা কাঁচা-পাকা
১০ গন্ডা ইউপি অফিস হতে রায়েরবাজার রাস্তা কাঁচা
১১ নওপাড়া ইউপি অফিস হতে মাস্কা বাজার ভায়া দুর্গাপুর মোড় রাস্তা কাঁচা-৪ পাকা-৩ কি.মি.
১২ কেন্দুয়া নেত্রকোণা আর এইচ এন্ড টেংগুরী মোড় হতে নওপাড়া বাজার ভায়া দীঘলকুশা রাস্তা কাঁচা
১৩ নওপাড়া ইউপি হতে সেনের বাজার রাস্তা কাঁচা
১৪ আশুজিয়া ইউপি অফিস হতে সিংহেরগাওঁ ক্লাবঘর রাস্তা কাঁচা-পাকা
১৫ গড়াডোবা ইউপি অফিস হতে বাশাটী বাজার ভায়া বিদ্যাবল্লভ শাখার রাস্ত। কাঁচা
১৬ গন্ডা ইউপি অফিস হতে বসুর বাজার ভায়া ভূয়ার বাজার বাশাটী বাজার ও বান্দনাল বাজার রাস্তা কাঁচা
১৭ আশুজিয়া ইউপি অফিস হতে কৃষ্ণরামপুর বাজার ভায়া বীরগঞ্জ বাজার রাস্তা কাঁচা
১৮ চিরাং ইউপি অফিস হতে মিয়া হোসেন বাজার রাস্তা পাকা
১৯ নওপাড়া ইউপি অফিস হতে কুমরউরা বাজার ভায়া জুড়াইল বাজার এবং সরাপাড়া বাজার রাস্ত্। কাঁচা
২০ নওপাড়া ইউপি অফিস হতে আমলিতলা বাজার ভায়া বলাইশিমূল ইউপি অফিস রাস্তা কাঁচা
২১ আশুজিয়া ইউপি অফিস হতে গোপালপুর বাজার ভায়া আমলিতলা এবং সরাপাড়া বাজার রাস্তা কাঁচা
২২ রোয়াইলবাড়ী ইউপি অফিস-সেনের বাজার-চিটুয়া বাজার-বৈরাটী বাজার-আদমপুর-হাসপাতাল রাস্তা কাঁচা
২৩ রোয়াইলবাড়ী ইউপি অফিস হতে মিমূলতলা বাজার ভায়া মিয়াহোসেন বাজার রাস্তা কাঁচা
২৪ রোয়াইলবাড়ী ইউপি অফিস হতে বঙ্গ বাজার রাস্তা পাকা
২৫ কান্দিউড়া ইউপি অফিস হতে সাজিউড়া বাজার কাঁচা
২৬ দল্পা ইউপি অফিস হতে বাশাটী বাজার রাস্তা পাকা
২৭ সান্দিকোণা ইউপি অফিস হতে সাকড়া বাজার ভায়া ভাটলারা বাজার রাস্তা কাঁচা
২৮ মোজাফরপুর ইউপি অফিস হতে সাজিউড়া বাজার ভায়া গোপালাশ্রম চৌকিদরা রাস্তা কাঁচা
২৯ মাস্কা ইউপি অফিস হতে হরিপুর বাজার রাস্তা কাঁচা
৩০ মাস্কা ইউপি অফিস হতে কান্দিউড়া ইউপি ভায়া রামচন্দ্রপুর রাস্তা কাঁচা
৩১ চিরাং ইউপি অফিস হতে চৌধূরী বাজার রাস্তা কাঁচা
৩২ বসুর বাজার আশুজিয়া ইউপি রাস্তা কাঁচা
৩৩ নওপাড়া ইউপি অফিস হতে বড়বাড়ী বাজার ভায়া কোনাপাড়া বাজার রাস্তা কাঁচা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব:[সম্পাদনা]

শাহ সুলতান রুমী: ইসলাম প্রচারক।

গিয়াস উদ্দিন মিল্কী: কৃষি বৈজ্ঞানিক।

ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু :সাবেক এমপি।

অপু উকিল :সাবেক সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন ও সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ।

অসীম কুমার উকিল:এমপি।

সুন্দরেরমা:গীত গানের শিল্পী।

ড: মোঃ আনিসুর রহমান: অর্থনীতিবিদ ও লেখক।

আলী ওসমান খান :সাবেক এমপি।

রওশন ইজদানী:কবি ও বাউল।

আহসান হাবীব:রম্য লেখক।

জসীমউদ্দীন আহমদ:এম এন এ।

মতীন্দ্র সরকার- লেখক।

• শাহাবুদ্দিন মিল্কী: অবসরপ্রাপ্ত সচিব, বানিজ্য মন্ত্রনালয়।

নুহাশ আহমেদ: সাংস্কৃতিক।

• গুলতেকিনখান

• আবদুল ওয়াহাব ভূঞা: বাংলাদেশী পুলিশ কর্মকর্তা।

• হাদীস উদ্দিন চৌধুরী :সাবেক এম এনএ

  • ঈস্রাফিল:মরমি বাউল সাধক।

ফয়জুর রহমান আহমেদ:স্বাধীনতা পুরুস্কার প্রাপ্ত

আব্দুল ওয়াহাব আকন্দ: পরিবেশ বৈজ্ঞানিক।

যতীন সরকার: প্রখ্যাত লেখক।

:শীলা আহমেদ: হুমায়ূন কন্যা।

আয়েশা ফয়েজ:রত্না গর্ভা।

নূহাশ আহমেদ

জয়নুল আবেদিন: চিত্র শিল্পী।

কে এইচ মাসুদ সিদ্দিকী : সাবেক সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়(বিতর্কিত)।

মেহের আফরোজ শাওন: অভিনেত্রী।

সাইদুর রহমান মানিক: আইনজীবী ও রাজনীতিবিদ।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • রোয়াইলবাড়ি দুর্গ, মসজিদ, কবর, সুরম্য অট্টালিকা, প্রাচীরের ধ্বংশাবশেষ - রোয়াইলবাড়ী ইউনিয়ন;
  • খোঁজার দিঘি এবং ধ্বংস প্রাপ্ত মসজিদ, অট্টালিকা - জফরপুর;
  • প্রাচীন গান্ধার শিল্পের নিদর্শন ধ্বংস-প্রাপ্ত পঞ্চরত্ন মন্দির, কালিমন্দির ও বিশালায়তন দিঘি - দনাচাপুর।
  • গোগ বাজারের নিকট শাইঢুলি নদী ও ত্রিবেণী
  • নিঝুম পার্ক, দলপা ইউনিয়ন - জল্লি
  • কৈয়াজানী ত্রিমোহনা।

বিবিধ[সম্পাদনা]

বর্তমান সংসদ সদস্য : অসীম কুমার উকিল । বর্তমান মেয়র : আসাদুল হক।

বর্তমান উপজেলা চেয়ারম্যান :নূরুল ইসলাম।

আরও দেখুন[সম্পাদনা]

বাংলাদেশের উপজেলা

বাংলাদেশের জেলাসমূহ

বাংলাদেশের বিভাগসমূহ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে কেন্দুয়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. ঝাঁপ দিন: "www.dcnetrokona.gov.bd"। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১১।
  3. ঝাঁপ দিন: "ইউনিয়নসমূহ - কেন্দুয়া উপজেলা"kendua.netrokona.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০।
  4. ঝাঁপ দিন: "যোগাযোগ ব্যবস্থা - কেন্দুয়া উপজেলা-"kendua.netrokona.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১১-০৪।

বহিঃসংযোগ[সম্পাদনা]

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।

ধন্যবাদ, ১২নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদ, কেন্দুয়া, নেত্রকোণা।