প্রযুক্তির কোন বিকল্প নেই তথ্য প্রযুক্তির ব্যবহার দিন দিন সকল ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে প্রতিটি মূহূর্তের সকল কাজে, এরই ধারাবাহিকতা আকঙ্খার নিবৃত্তি ঘটতে,ধান কর্তন করতে রোয়াইলবাড়ী ইউনিয়নের ব্যবহার হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্র হার্বেস্টর(ধান কাটার যন্ত্র)। উক্ত যন্ত্রটি গামরুলী মৌজা, রহিমপুর গ্রামে অবস্থান করে এলাকার বিভিন্ন গ্রামে কৃষি মাঠে ধান কর্তন করা হচ্ছে। যন্ত্রটির নাম: হার্বেস্টর Harvester মালিক মো: জাহাঙ্গীর আলম (৫০) চালকের নাম: রবি মিয়া (৪০) । যন্ত্রটি দিয়ে ধান ও গম কর্তন মাড়াই পরিস্কার করা একই সাথে সম্পন্ন হয় তিনটি সেবা এক সাথে পাওয়া যাচ্ছে । প্রতি ঘন্টায় ৬৬ শতাংশ জমি কর্তন করতে পারে। ১০ শতাংশ জমি কর্তন করে ৪০০/- টাকা । যন্ত্রটি জ্বালাটি হিসাবে ডিজেল ব্যবহার করা হয়। উচ্চতা ১৩ ফুট আধুনিক প্রযুক্তি সম্মত হওয়ার ইহা চালানোর জন্য চারজন শ্রমিক দরকার। তবে শুকনা মাটিতে কেবল ধান কর্তন করতে পারে । যন্ত্রটির মূল্য ৩২,৫০,০০০/-টাকা প্রত্তুত কারক প্রতিষ্ঠান: নিউ হল্যান্ড Combined Harvester (panesar) India সুবিধা: অল্প সময়ে অধিক ধান কাটা যায়, খড়গুলো আলাদ শ্রমিক দ্বারা রোদে শৃকানোর ব্যবস্থা করতে হয় না। গবাদি পশু খড়গুলো বেশি খেতে পছন্দ করে । অসুবিধা: যন্ত্রটি অধিক উচু হওয়ায় সকল রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। (মালিকের তথ্য মতে) ০১৯১৮৯৩৩৬৭৪
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS