গত ১৬/০৭/২০১৬ ইং তারিখে ১২ নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব এস.এম ইকবাল রুমী , মেম্বার ও মহিলা মেম্বারগণ দায়িত্বভার গ্রহণ করেন । দায়িত্বভার গ্রহণ করার পর ইউনিয়ন পরিষদ ভবন একেবারেই জরাকীর্ণ থাকায় ২২/১১/২০১৬ ইং তারিখ পর্যন্ত চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা ইউ.পি পরিষদের বাহিরে (চত্বরে) বসে দায়িত্ব পালন করেন। বর্তমান চেয়ারম্যান জনাব এস.এম ইকবাল রুমী উপজেলা নির্বাহী অফিসার বরাবর পরিষদ স্ংস্কারের জন্য লিখিত আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার জনগণের সেবা কোন মতেই বন্ধ করা যাবেনা বলে ভগ্ন পরিষদ সংস্কার জন্য চেয়ারম্যান এস.এম ইকবাল রুমীকে মৌখিকভাবে নির্দেশ দেন।
প্রায় দেড়মাস কাজ করার পর গতকাল পরিষদের সংস্কারের কাজ শেষ হয় । ২৩/১১/২০১৬ ইং ইউ.পি চেয়ারম্যান জনাব এস.এম ইকবাল রুমী ,সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যাগণ প্রথম পরিষদ ভবনে প্রবেশ করবে বলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS