Wellcome to National Portal

No. 12 Roailbari Amtala Union Parishad, Kendua, Netrakona.


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নতুন নিয়মে জন্ম নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্রাধি বাধ্যমূলক ভাবে দেয়া প্রসঙ্গে।
Details

নতুন নিয়মে জন্ম নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্রাধি বাধ্যমূলক ভাবে দেয়া প্রসঙ্গে।

বিস্তারিত


http://bdris.gov.bd/ থেকে প্রাপ্ত


নতুন সিস্টেম এ জন্মও মৃত্যু নিবন্ধন নিচের কাগজ গুলো বাধ্যতামূলক ভাবে প্রদান করতে হবে জন্ম নিবন্ধন আবেদন বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও বিষয়াদির বিবরণঃ


#বয়স ০ হতে ৪৫ দিন হলে


*ইপিআই(টিকার)কার্ড

*পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র কার্ড।

*বাসার হোল্ডিং নাম্বার ও চৌকিদারি নাম্বার।

*আবেদনকারী/অভিভাবকের মোবাইল নাম্বার।

*ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজের ছবি।


#বয়স ৪৬ দিন হতে ৫বছর হলে

*ইপিআই(টিকার)কার্ড

*স্বাস্থ্য কর্মীর প্রত্যয়ন পত্র।

*পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র কার্ড।

*বাসার হোল্ডিং নাম্বার ও চৌকিদারি নাম্বার।

*আবেদনকারী/অভিভাবকের মোবাইল নাম্বার।

*ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজের ছবি।


#বয়স ৫ বছরের অধিক হলে

*শিক্ষাগত যোগ্যতার সনদপত্র(পিএসসি,জেএসসি,এসসি)শিক্ষা যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারী হাসপাতালের এমবিবিএস ডাক্তারের প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমের ৭ এর ১নং কলামে স্বাক্ষরসহ সীল মোহর।

*উলেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ বা এর পর সে ক্ষেত্রে পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক।

*যাহাদের জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে সেই ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র বাধ্যতা মূলক।

*যদি জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে এবং পিতা-মাতা মৃত্যু হলে মৃত্যু সনদপত্র বাধ্যতামূলক।

*যাহাদের জন্ম ০১/০১/২০০১ এর পরে তাহাদের পিতা-মাতা মৃত্যু হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহন এরপর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহন উভয় সনদ আবেদনপত্রের সহিত দাখিল করতে হবে।

*বাসার হোল্ডিং নাম্বার ও চৌকিদারি দাখিলা।

*আবেদনকারী/অভিভাবকের মোবাইল নাম্বার।

*ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজের ছবি।


#আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্টপত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ইউপি সদস্য/ইউপি সদস্যা কর্তৃক সত্যায়িত করতে হবে।

#আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্টপত্র আবেদন জমা দেওয়ার সময় মূলকপি প্রদর্শন করতে হবে।

#উপরুক্ত চাহিত ডকুমেন্ট ছাড়া আবেদন কোন প্রকার গ্রহনযোগ্য নয়।

 



বিস্তারিত জানতে যোগাযোগ করুন:



ফয়সাল ভূঞা

উদ্যোক্তা

১২নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদ

কেন্দুয়া, নেত্রকোণা।

মোবাইল: +8801720247423

Images
Attachments
Publish Date
30/04/2024
Archieve Date
31/12/2024

ধন্যবাদ, ১২নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদ, কেন্দুয়া, নেত্রকোণা।